ঝিকরগাছা'র ইউনিয়ন ভিত্তিক গ্রামের নাম



১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন
মোট গ্রাম - ১৬টি
আটলিয়া, শ্রীচন্দপুর, বালিয়া, ব্যঙদহ, বিশহরি, ছুটিপুর, দত্তপাড়া, গঙ্গানন্দপুর, গোউরসুটি, গোয়ালহাটি, গুলবাগপুর, জিউলিগাছি, কাগমারী, কৃষ্ণচন্দ্রপুর, মাউসা, নবগ্রাম।

২ নং মাগুরা ইউনিয়ন
মোট গ্রাম ১৭টি
আঙ্গারপাড়া, আসিংড়ী, বহিরামপুর, বড়কুলি, চাঁন্দা, ছোট কুলি, ডহর-মাগুরা, ঘোড়দহ, জয়রামপুর, কায়েমকোলা, মাগুরা, মোহাম্মদপুর, মনোহরপুর, মিশ্রিদেয়াড়া, ফুলবাড়ি, দৌলতপুর, সন্তোষনগর।

৩ নং শিমুলিয়া ইউনিয়ন
মোট গ্রাম ১৬টি
আজমপুর, আন্দোলপোতা, দোসতিনা, গঙ্গাধরপুর, জামালপুর, খাসখালি, মধুখালী, খুদরা মাটিকুমড়া, পাল্লা, রাঁধানগর, সাগরপুর, শিয়ালঘোনা, শিমুলিয়া, গোপিনাথপুর, শ্রীরামকাটি ও উত্তর রাজাপুর।

৪ নং গদখালী ইউনিয়ন
মোট গ্রাম ১২টি
বামনআলী, বারবাকপুর, বেনেয়ালী, বোধখানা, ইউছুফপুর, ফতেপুর, গদখালী, হাজিরালী, জাফরনগর, কামার পাড়া, পটুয়া পাড়া, সদিরালী।

৫ নং পানিসারা ইউনিয়ন
মোট গ্রাম ১৬টি
বর্ণি, বেজিতলা, চাঁপাতলা, গোবরাপুর, কাউরিয়া, কৃষ্ণচন্দ্রপুর, কুলিয়া, মোহিনীকাটি, নারাঙ্গালী, নীলকান্তনগর, পানিসারা, পুরন্দরপুর, রঘুনাথ নগর, রাজাপুর, সাদিপুর, টাওরা।

৬ নং ঝিকরগাছা ইউনিয়ন
মোট গ্রাম ২২টি
বেড়েলা, চাঁপাতলা, দোস্তপুর, ফারাসাতপুর, ঝাউদিয়া, হাড়িয়াদেয়াড়া, জয়কৃষ্ণপুর, ঝিকরগাছা, কৃত্তিপুর, কৃষ্ণনগর, লাউজানী, লক্ষীপুর, নওদাপাড়া, মল্লিকপুর, মীর্জাপুর, চন্দরপুর, কাশিপুর, মোবারকপুর, পায়রাডাঙ্গা, পদ্মপুকুর, সাগরপুর, শ্রীরামপুর।

৭ নং নাভারণ ইউনিয়ন
মোট গ্রাম ২৩টি
আমিনী, বাদেনাভারণ, বায়সা, চাঁনপুর, গুলনগর, হাড়িয়া, নায়ড়া, কলাগাছি, কালিয়ানী, করিমালী, মানিকালী, নাভারণ, বেলেমাট, ঢাকাপাড়া, ইসলামপুর, নিত্যানন্দপুর, পাঁচপোতা, কুন্দিপুর, বাঘডাঙ্গী, বাকি, রুপচন্দপুর, শরীফপুর, উত্তর দেওলী।

৮ নং নির্বাসখোলা ইউনিয়ন
মোট গ্রাম ১৫টি
আসিংড়ী, বল্লা, বাউসা, বেড়ারুপানী, দিঘড়ী, কানারালী, খারুসা, মীর্জাপুর, নন্দিডুমুরিয়া, নোয়ালী, নির্বাসখোলা,নিশ্চিন্তপুর, রাজাডুমুরিয়া, সাদিপুর, শিওরদাহ।

৯ নং হাজিরবাগ ইউনিয়ন
মোট গ্রাম ১৬টি
বরুণহাল, বিষ্ণুপুর, দেউলি, ধল্লা, হাড়িখালী, পাঁচপোতা, হাজিরবাগ, ইস্তা, যুগিহুদা, কোমরচান্দা, কুল্লা, মহেষপাড়া, মাটিকোমরা, মুকুন্দপুর, রায়পটল, সোনাকুড়।

১০ নং শংকরপুর ইউনিয়ন
মোট গ্রাম ১৪টি
বাকুলিয়া,বাকুড়া, জগদানন্দকাটি, খাটবাড়িয়া, কুলবাড়িয়া, রাজবাড়িয়া, কুমড়ী, নায়ড়া, বড়পুদাউলিয়া, ছোট পুদাউলিয়া, হরিদ্রাপোতা, শংকরপুর, সেকেন্দারকাটি, উলাকোল।

১১ নং বাঁকড়া ইউনিয়ন
মোট গ্রাম ১১টি
আলীপুর, বাঁকড়া, দিকদানা, খলসি, খোশালনগর, বেলেডাঙ্গা, মাটশিয়া, মুকুন্দপুর, শিমুলিয়া, শুকুরখোলা, উজ্জলপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।