বিষাননী
হে বৈশাখ (নব বধূ যেমনি বরণে;
অবিচ্যুত সম্ভাষণে অতি চমৎকারে,
অদ্বন্দ্বে রমণীকুল অঙ্গুলি কম্পনে-
দুলাইয়া মৃদু অঙ্গ লুহাস্য অধরে)
এ বঙ্গবাসী তোমারে তেমনি বরণে।
সাজিয়া বিবিধ রূপে, তোমার মোহিতে;
আদিত্যের খরতাপে সর্বাঙ্গ দহনে,
মনোরম নৃত্যে আর বৈশাখী সঙ্গীতে।
তোমারে বরি সবাই বিবিধ যতনে;
অক্লান্ত আনন্দভরে দিবস রজনী,
তোমার শোভা সৌহার্দ্দে এ বঙ্গ শোভনে।
কিন্তু আমি দুঃখি, দেখি তব আচরণি;
বিনাশে সুখ সমৃদ্ধি অতি নিদারুণে!
কোন দুখে হও তুমি বিনাশ বদনী ?
হে বৈশাখ (নব বধূ যেমনি বরণে;
অবিচ্যুত সম্ভাষণে অতি চমৎকারে,
অদ্বন্দ্বে রমণীকুল অঙ্গুলি কম্পনে-
দুলাইয়া মৃদু অঙ্গ লুহাস্য অধরে)
এ বঙ্গবাসী তোমারে তেমনি বরণে।
সাজিয়া বিবিধ রূপে, তোমার মোহিতে;
আদিত্যের খরতাপে সর্বাঙ্গ দহনে,
মনোরম নৃত্যে আর বৈশাখী সঙ্গীতে।
তোমারে বরি সবাই বিবিধ যতনে;
অক্লান্ত আনন্দভরে দিবস রজনী,
তোমার শোভা সৌহার্দ্দে এ বঙ্গ শোভনে।
কিন্তু আমি দুঃখি, দেখি তব আচরণি;
বিনাশে সুখ সমৃদ্ধি অতি নিদারুণে!
কোন দুখে হও তুমি বিনাশ বদনী ?
![[কবিতা] বিষাননী • দুলাল চক্রবর্তী [কবিতা] বিষাননী • দুলাল চক্রবর্তী](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBHmsflh4jviI-klG_o7qVkWXlxrhhNZzklMkEDVjEv-t4WiIno9OOrkH9WeNfDI9HwOUXwMOy0ZU_uuMUcIobmENAYVFB5Ie08aImosKury_N4dQlql9RCiA3oeghkN4SnIRaEGIY-icKlKWg-8vnHEoUXXxSO2tTzdmU1seQPC1_0w-ZEBa-DPdp/w400-h210-rw/dulal%20chokroborti-04.jpg)