আপনি কি জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বনামে প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ঝিকরগাছার অমৃতবাজার গ্রামের জন্ম দেওয়া এক পত্রিকায়?
হ্যাঁ, ঠিকই পড়ছেন। ১৮৭৫ সালের ২৬শে ফেব্রুয়ারি, অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল তাঁর কবিতা “হিন্দুমেলার উপহার”। তখন কবিগুরুর বয়স মাত্র তেরো বছর আট মাস।
এর আগে অবশ্য ১৮৭৪ সালে তাঁর প্রথম কবিতা “অভিলাষ” ছাপা হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায়। তবে সেখানে তাঁর নাম প্রকাশিত হয়নি। তাই অমৃতবাজার পত্রিকাই হয়ে ওঠে রবীন্দ্রনাথের ‘স্বনামে প্রথম প্রকাশনা’র মাইলফলক।
এখন আসা যাক পত্রিকার গল্পে।
অমৃতবাজার পত্রিকা ১৮৬৮ সালে ঝিকরগাছার অমৃতবাজার (ডহর মাগুরা) গ্রাম থেকে শিশির কুমার ঘোষের সম্পাদনায় যাত্রা শুরু করেছিল সাপ্তাহিক হিসেবে। কয়েক বছরের মধ্যেই, ১৮৭১ সাল থেকে, এটি কলকাতা থেকে ইংরেজি দৈনিক আকারে প্রকাশিত হতে শুরু করে। আর ধীরে ধীরে হয়ে ওঠে ভারতবর্ষের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র।