প্রতি বছরের মতো এবারও যশোর জেলা পরিষদ ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে। এবারের বৃত্তির জন্য ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জুলাই ২০২৫।
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনকারীদের যশোর জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। যেসব শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় ৭৫,০০০/- টাকার কম, শুধু তারাই আবেদন করতে পারবে। মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে জিপিএ কমপক্ষে ৪.০০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ২.৫০ থাকতে হবে।
বিনামূল্যে আবেদন ফরম যশোর জেলা পরিষদ কার্যালয় থেকে অফিস চলাকালে সংগ্রহ করা যাবে অথবা ওয়েবসাইট (www.zpjashore.gov.bd) থেকে ডাউনলোড করে পূরণ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে:
- জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন/নাগরিকত্ব সনদ (পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান প্রদত্ত)
- সর্বশেষ পরীক্ষার মার্কশিট বা সনদের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের সুপারিশ
- অভিভাবকের বার্ষিক আয় সনদ (পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান প্রদত্ত)
- অভিভাবক চাকরিজীবী হলে অফিস প্রধানের বেতন প্রত্যয়নপত্র
সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র ১৭ জুলাই ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা ডাকযোগে জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে। ভুল, অসম্পূর্ণ অথবা নির্ধারিত সময়ের পর জমাকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।