ঝিকরগাছা থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি, ইতিহাস, ভাড়া ও টিকিট সংগ্রহের নিয়ম (২০২৫)

ঝিকরগাছা স্টেশনে বেনাপোল এক্সপ্রেস
বেনাপোল এক্সপ্রেস। ছবি : জেডিসি

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ বাধলে স্থায়ী ভাবে বন্ধ হয় ঢাকা-বেনাপোল রেলযোগাযোগ। এরপর প্রায় ৫ যুগ পেরিয়ে, ২০১৯ সালের ১৭জুন মহাসমারোহে পুনরায় চালু হয় ঢাকা-বেনাপোল রেলযোগাযোগ। গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে রুটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমদিকে কোচটি ঝিকরগাছা স্টেশনে না থামলেও গণদাবীর মুখে ২০১৯ সালের পহেলা নভেম্বর হতে ঝিকরগাছা থেকে যাত্রী পরিবহন শুরু করে।

এই প্রতিবেদনে আপনি পাবেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনের:

  • সময়সূচি
  • যাত্রাবিরতির তালিকা
  • টিকিটের মূল্য
  • টিকিট কাটার নিয়মাবলি
  • ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার
শোভন চেয়ার কোচ, বেনাপোল এক্সপ্রেস। ছবি : জেডিসি

বগির ধরণ ও সংখ্যা
৮৯৬টি আসনের বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাত্রী পরিবহনের জন্য রয়েছে মোট ৯টি বগি। যার মধ্যে ৭টি শোভন চেয়ার, ১টি এসি চেয়ার ও ১টি এসি কেবিন। 

সময়সূচী
বেনাপোল এক্সপ্রেস বুধবার ব্যাতিত সপ্তাহের বাকি ৬ দিন ঢাকা-বেনাপোল ও বেনাপোল-ঢাকা রুটে চলাচল করে। প্রতিদিন দুপুর ১২:৫৫ মিনিটে ঝিকরগাছা হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১১:৩০টায় কমলাপুর স্টেশন থেকে বেনাপোল এর উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৬:২০ মিনিটে ঝিকরগাছা এসে পৌঁছে।

রুটছাড়ার সময়পৌঁছায়
ঢাকা → ঝিকরগাছা (৭৯৬)রাত ১১:৩০ (কমলাপুর)সকাল ৬:২০
ঝিকরগাছা → ঢাকা (৭৯৫)দুপুর ১২:৪৫রাত ৮:৩০

💺টিকিটের মূল্য (ঝিকরগাছা → ঢাকা) ও (ঢাকা→ ঝিকরগাছা)

ট্রেনটিতে রয়েছে আধুনিক ও আরামদায়ক বগি। নিচে দেওয়া হলো বিভিন্ন শ্রেণির টিকিটের মূল্য (১৫% ভ্যাট সহ):

আসন শ্রেণিভাড়া
শোভন চেয়ার৬০০ টাকা
স্নিগ্ধা১১৫০ টাকা


ঝিকরগাছা রেলস্টেশন টিকিট কাউন্টার
ঝিকরগাছা স্টেশনের টিকিট কাউন্টার থেকে কাটা যাবে টিকিট। ছবি : জেডিসি

🎟️ টিকিট কাটার নিয়ম

স্টেশন থেকে

  1. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
  2. একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
  3. ঝিকরগাছা স্টেশনের টিকিট কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।

অনলাইনে

  1. ভিজিট করুন eticket.railway.gov.bd
  2. একাউন্ট করে আপনার পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করুন
  3. মোবাইল অ্যাপে বিকাশ/কার্ড পেমেন্টের মাধ্যমে অনায়াসে টিকিট কিনতে পারবেন।

📲 ট্রেনের বর্তমান অবস্থান জানতে

  1. মেসেজ অপশনে গিয়ে লিখুন: TR 795 অথবা TR Benapole
  2. পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে
  3. ফিরতি মেসেজে ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন

ঝিকরগাছা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস
ঝিকরগাছা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস। ছবি : জেডিসি

🕒 বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি (Benapole Express Schedule)

বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার পথে নিম্নোক্ত স্টেশনগুলোতে যাত্রা বিরতি দেয়। নিচে দেওয়া হলো প্রতিটি স্টেশনের আগমনের সময়:

📍 স্টেশনআগমনের সময়
বেনাপোল১২:২৫ PM
ঝিকরগাছা১২:৫৫ PM
যশোর০১:২০ PM
মোবারকগঞ্জ০২:১৯ PM
কোটচাঁদপুর০২:৩৩ PM
দর্শনা হল্ট০২:৫৯ PM
চুয়াডাঙ্গা০৩:২৬ PM
পোড়াদহ০৩:৫৭ PM
কুষ্টিয়া কোর্ট০৪:১২ PM
খোকসা০৪:৪৯ PM
রাজবাড়ী০৫:৩০ PM
ফরিদপুর০৬:২২ PM
ভাঙ্গা০৬:৫৬ PM
ঢাকা (কমলাপুর)০৮:৩০ PM


❓ প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) — বেনাপোল এক্সপ্রেস

১. বেনাপোল এক্সপ্রেস সপ্তাহের কোন কোন দিন চলে?

উত্তর: বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলে। শুধুমাত্র বুধবার বন্ধ থাকে।


২. ঝিকরগাছা স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস কখন ঢাকার উদ্দেশে ছাড়ে?

উত্তর: ঝিকরগাছা থেকে প্রতিদিন দুপুর ১২:৫৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দেয়।


৩. ঢাকা থেকে বেনাপোল এক্সপ্রেস কখন ঝিকরগাছা স্টেশনে পৌঁছায়?

উত্তর: ট্রেনটি ঢাকা (কমলাপুর) থেকে রাত ১১:৩০ টায় ছেড়ে পরদিন সকাল ৬:২০ মিনিটে ঝিকরগাছা পৌঁছায়।


৪. ঝিকরগাছা থেকে ঢাকাগামী ট্রেনের টিকিটের মূল্য কত?

উত্তর:

  • শোভন চেয়ার: ৬০০ টাকা
  • স্নিগ্ধা (এসি): ১১৫০ টাকা

৫. কীভাবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হয়?

উত্তর:

  • স্টেশন থেকে: জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারেন।
  • অনলাইনে: eticket.railway.gov.bd ওয়েবসাইট বা রেলওয়ে অ্যাপ থেকে টিকিট কিনতে পারবেন।

৬. বেনাপোল এক্সপ্রেস ট্রেন কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয়?

উত্তর: ট্রেনটি ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, খোকসা, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙ্গা এবং ঢাকা (কমলাপুর) স্টেশনে যাত্রা বিরতি দেয়।


৭. বেনাপোল এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান কীভাবে জানা যাবে?

উত্তর: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন TR 795 অথবা TR Benapole এবং পাঠিয়ে দিন ১৬৩১৮ নম্বরে। ফিরতি বার্তায় ট্রেনের বর্তমান অবস্থান জানানো হবে।


🔗 আরও পড়ুন:

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

আরো পড়ূন

ঝিকরগাছা উপজেলা : ইতিহাস, ঐতিহ্য, তত্ত্ব ও তথ্য

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।