ঝিকরগাছা'র পানের পাইকারি হাট

ঝিকরগাছা গরুহাটে পারবাজার শিব মন্দিরের সামনে প্রতি বৃহষ্পতি ও রবিবারে বসে পানের পাইকারি হাট। ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন বাহনে করে কৃষকরা তাদের চাষকৃত পান নিয়ে হাজির হতে থাকেন। ঝিকরগাছাসহ আশেপাশের কয়েকটি উপজেলা থেকে সাইকেল, ইজিবাইক, মোটরসাইকেল, নছিমন কিংবা পিকয়াপ ভ্যানে করে পান আসতে তাকে। সারিবদ্ধভাবে বসে পসরা। এরপর ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। বাড়তে থাকে ক্রেতার সমাগম। শুরু হয় দামদর। চলতে থাকে বিকিকিনি। সাধারণত ঝিকরগাছা'র বাজারের খুচরা পান বিক্রেতারা পাইকারি দরে পান কেনেন এখান থেকে। ভোর ৬টার পর এই হাট শুরু হয়ে সকাল ৯টা নাগাত শেষ হয় এই হাটের বেলা। ছবিতে দেখুন -

নবীনতর পূর্বতন

◉ আরও পড়ূন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।