শাক-সবজির চারা বিক্রি হয় যেখানে


ঝিকরগাছা বাজারের পুরানো ছাগলহাটা রোডে প্রতি হাটবার অর্থাৎ রবি ও বৃহস্পতিবার বসে শাক-সবজির চারা বিক্রির পসরা। মৌসুম অনুযায়ী সকল শাক-সবজির চারা পাওয়া যায় এখানে।

কথা হলো বিক্রেতাদের সাথে। বিক্রেতা আব্দুল রহিম এসেছেন নাভারণ থেকে। তিনি বিক্রি করছেন বেগুন ও ঝালের চারা। বেগুণের চারা পণ প্রতি ৮০টাকা এবং ঝালের চারা পণ প্রতি ৪০টাকা। পণ ছাড়াও খুচরা চারাও বিক্রি করেন তিনি।

আরেকজন বিক্রেতা বিক্রি করছেন কয়েক প্রজাতির ঝালের চারা- কালমেঘ ঝাল (২টাকা প্রতিটি), মাগুরা ঝাল (২টাকা প্রতিটি) এবং কুলঝাল (২০টাকা প্রতিটি)। তিনি জানালেন, সাধারণত চাষের জন্য কৃষকরা ছাড়াও নিজ আঙিনায় রোপণ ও ছাদ বাগানের জন্য চারা কিনতে ক্রেতা আসেন তাদের কাছে।

নবীনতর পূর্বতন

◉ আরও পড়ূন

ট্যাগ সমূহ

ঝিকরগাছার ইতিহাস, ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন, ঝিকরগাছা খবর, গদখালি ঝিকরগাছা, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা পোস্ট কোড, ঝিকরগাছা এমপি, ঝিকরগাছা আবহাওয়া, ঝিকরগাছা উপজেলা ম্যাপ, ঝিকগাছার ঐতিহ্য, পানিসারা, ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা দর্শনীয় স্থান, ঝিকরগাছা বাজার।